বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জনগুরুত্বপূর্ণ ইস্যু ও সাধারণ মানুষের দুর্দশা লাঘবে তড়িৎ পদক্ষেপ নিয়ে প্রশংসায় সিক্ত হচ্ছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী। তিনি বাঁশখালীতে ক্যারিয়ারের প্রথমবারের মতো ইউএনও হিসেবে যোগদান করেন গত ৩১ মার্চ।
যোগদানের পর থেকেই উপজেলার মানুষের সেবায় তিনি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি যোগদানের পর থেকেই ইউএনও অফিস সম্পর্কে সাধারণ মানুষের প্রচলিত ধারণা পাল্টে যেতে শুরু করে। মানুষ নানা সমস্যা নিয়ে ছুটে আসেন তার অফিসে। তিনিও দেখিয়ে দেন সুন্দর সমাধানের পথ।
সরকারি কর্মকর্তা হলেও দায়িত্ব সচেতন এই ইউএনওর আন্তরিক কর্মতৎপরতায় অল্প সময়েই তিনি হয়ে ওঠেন সাধারণ জনগণের ‘মনের মানুষ’।
লকডাউন চলাকালীন অসহায় হয়ে পড়া মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার, ত্রাণ সামগ্রী। মৎস্য চাষী, পশু খামারীদের মাঝেও পৌঁছে দেন সরকার প্রদত্ত সহায়তা। হাতির আক্রমণ, অগ্নিকান্ড, বিদ্যুতস্পৃষ্টসহ বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থের পরিবারকে দেন উপজেলা প্রশাসনের জরুরী সহায়তা।
এছাড়াও জনগণের স্বার্থ বিঘ্নিত হবার অভিযোগ পেলে সরেজমিনে ছুটে গিয়ে দ্রুত সমাধান দিতেও দেখা গেছে এই কর্মতৎপর ইউএনওকে। এমনকি ফেসবুকে দুর্দশাসংশ্লিষ্ট পোস্টে ইউএনওর আইডি মেনশন করে দিলেও সেখানে রেসপন্স করতে দেখা গেছে।
বাঁশখালীতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা জানতে চাইলে সাইদুজ্জামান চৌধুরী বলেন- বাঁশখালীতে আমার কর্মকাল খুব বেশিদিন না হলেও চেষ্টা করছি সরকারি বিধিবিধান মেনে মানুষকে সেবা দিতে। এক্ষেত্রে বাঁশখালীর সকল মানুষের সহযোগিতা পাচ্ছি।
সাইদুজ্জামান চৌধুরী ৩৪ তম ইউএনও হিসেবে বাঁশখালীতে যোগদান করেন চলতি বছরের ৩১ শে মার্চ। ৩৩ তম বিসিএসে প্রশাসন ক্যাডারের উত্তীর্ণ এই সরকারি কর্মকর্তা এর আগে সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।