সন্দ্বীপে বেসরকারী উন্নয়ন সংস্থা রিকল প্রজেক্ট এসডিআই ২০১০ সাল থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে আসছে।তাদের নির্বাচিত এলাকা বা গ্রামগুলোকে ঘাত সহিষ্ণু কমিউনিটিতে পরিনত করতে ৪ টি উদ্দেশ্য নিয়ে তারা মাঠে সক্রিয় ভুমিকা পালন করছে। সে ৪ টি কার্যক্রম হলো অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন বা দুর্যোগের সাথে খাপখাওয়ানো, নারী নেতৃত্ব সৃষ্টি এবং সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সেবা প্রাপ্তি নিশ্চিত করা।
তারই ধারাবাহিকতায় দীর্ঘ ১০ বছর নারীদের বিভিন্ন সভা সেমিনারে অংশ গ্রহন,ক্লাব বা বাজার কমিটি সহ ইউপির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে তাদের সদস্যপদ লাভ করতে সহযোগিতা, শালিস বিচারে তাদের অংশগ্রহন নিশ্চিত করা,সেবা মুলক কাজে অংশ গ্রহন এবং জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ গ্রহনের মানষিকতা তৈরি করা।
তারই ধারাবাহিকতায় সন্দ্বীপে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে রিকল প্রজেক্টের আওতাধীন ৫ জন সিবিও লিডার সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হওয়ার পর তাদের ৪ জন নির্বাচিত হতে সক্ষম হয়েছেন। আর সে ৪ জন বিজয়ী নারী নেত্রীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করতে তাদের সংবর্ধিত করলো রিকল প্রজেক্ট এসডিআই ।
যে চারজন সিবিও সদস্যকে সংবর্ধনা দেওয়া হলো তারা হলেন- সেতু সিবিও’র সভাপতি রুমা বেগম, শাপলা সিবিও’র সাধারন সম্পাদক রাহেনা আক্তার, মুক্তি সিবিও’র সভাপতি জেসমিন আক্তার, চামেলী সিবিও’র সভাপতি হোসনেয়ারা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ মেজবাহুল করীম ,বিশেষ অতিথি ছিলেন এসডিআই সন্দ্বীপের অঞ্চল ব্যবস্থাপক হারুন অর রশিদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিনান্স অফিসার সাহাবুদ্দিন আহম্মেদ এফএফ বাদল রায় স্বাধীন, ইসমাঈল ফরিদ, মালতি সরকার ও ১০ টি সিবিওর সদস্যবৃন্দ।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়া ৪ জন নারী নেত্রী বলেন, আমরা ৪ জন গৃহবধু বাড়ির চৌহদ্দির বাইরের জগতকে দেখার সুযোগ ছিলোনা। গৃহস্হালী কাজের বাইরে কিছু করার চিন্তাও আমরা করতে পারতামনা। রিকল প্রজেক্ট আমাদের শিখিয়েছে বর্তমান সময়ে পুরুষের পাশাপাশি নারীরাও সকল কাজে সমান অংশগ্রহন না করলে নিজের পরিবার তথা সমাজ ও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই নিজের পরিবারের প্রয়োজনে হলেও বিভিন্ন আয়বর্ধন মুলক কাজের সাথে নিজেদের জড়িত করতে হবে। আর সেটা করতে গেলে সামাজিক ও উন্নয়ন কর্মকান্ডেও নারীর সম্পৃক্ততা বা নারী নেতৃত্ব সৃষ্টি করতে হবে।তাদের ডাকে সাড়া দিয়ে আমরা আস্তে আস্তে ঘরের চৌকাট পেরিয়ে আজ মেম্বার নির্বাচিত হয়েছি। এজন্য আমরা রিকল প্রজেক্টের নিকট কৃতজ্ঞ এবং যে দুঃস্থ, অসহায় মানুষগুলো আমাদের নির্বাচিত করেছেন তাদের দুঃখ আমরা হাঁড়ে হাঁড়ে উপলদ্ধি করতে পারি বলে তাদের সেবা করা হবে আমাদের মুল লক্ষ্য ।