কামাল উদ্দিন সরকার বাদল
নরসিংদীর মনোহরদীতে বিআরটিসি ও মনোহরদী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসের চালক নিজ আসনে আহত অবস্থায় ২ ঘণ্টা আটকে থাকেন। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।
রোববার দুপুর ১২টার দিকে মনোহরদীর নারান্দী বাসস্ট্যান্ডের অদূরে বিআরটিসি বাসটি একটি ব্যাটারী চালিত অটোকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে উভয় বাসের কমপক্ষে ২০ যাত্রী ও চালকদ্বয় আহত হন।
এ সময় বিআরটিসি বাসটির চালক নিজ আসনে আহত অবস্থায় ২ ঘণ্টা আটকে থাকেন। পরে মনোহরদী থেকে ফায়ার সার্ভিস গিয়ে তাকে উদ্ধার করে বলে জানিয়েছে মনোহরদী থানা পুলিশ।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহত ১২ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। আহত বাকি যাত্রীরা নিজ দায়িত্বে বাইরে থেকে চিকিৎসা নেন।
মনোহরদী থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান জানান, পুলিশ বাস দুটি আটক করেছে। থানায় কেউ অভিযোগ করেনি।