হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারী আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আজ ১৮ অক্টোবর সোমবার কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সুজন গাজীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রলীগের সদস্য সচিব নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন আশিক, এনামুল হক মিনহাজ, তৌহিদুল ইসলাম আরফান, জোবায়ের, সোহাগ সিকদার, জিসান, জনি নন্দী, ইব্রাহিম, আব্দুল কাদের, সুমন রাফি, আশিক মাহমুদ, আরিফ, জাকির হোসেন রনি, তানভীর গাজী, এমদাদুল হক বিপু, জিবরান, হাসান, মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন, ইয়াছিন আনাফ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৫ আগস্ট কাল রাতে ঘাতক খুনিরা অবুঝ নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও রেহাই দেয়নি। যা মানব ইতিহাসে শিশু হত্যার অন্যতম নিষ্ঠুর উদাহরণ।
বক্তারা ৭৫’র ঘাতক পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি জানান। শেখ রাসেল ও ৭৫’র ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি শাহাবুদ্দীন আলকাদেরী।
# আব্দুল হান্নান হিরা