google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
যশোর প্রতিনিধি :
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে বোমা বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও বাগআচাঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪০)। আহতদের মধ্যে রাশেদ নামে এক যুবকের ডান হাত শরীর খেকে বিচ্ছিন্ন হয়েছে সোহেল ও আশিকুরের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে আহতরা জানান, তারা তিন বন্ধু রাত সাড়ে আট টার দিকে পুটখালী মধ্যপাড়ায় দাঁড়িয়ে ছিলেন এ সময় অজ্ঞাত কেউ তাদের উপর বোমা হামলা করে, এ সময় রাশেদের বাম হাতের কজ্বি উড়ে যায়।
এদিকে অপর একটি সূত্র জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারে তারা বোমা তৈরি করছিলো এ সময় বোমা বিষ্ফরণে তারা নিজ বোমায় আহত হয়। ইউপি নির্বাচন ঘিরে এলাকায় বিভিন্ন স্থানে ৫০ জনের বেশি আহত হয়েছে। শার্শা উপজেলার অগ্রভূলাট, গোগা, পাচঁ ভূলট এলাকাবাসীর মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালাউদ্দীন স্বপন সাংবাদিকদের জানান, বোমায় আহতদের মধ্যে রাশেদের অবস্থা আশঙ্কাজনক।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ও জানান, বোমা বিষ্ফোরনে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, এবং ঘটনা স্থল চিহৃত করে আলামত উদ্ধার করে থানায় তিন জনের নামে মামলার এবং অজ্ঞাত ৭ জনের নাম উল্লেখ্য করে মামলা হয়েছে। মামলা নং ২০, তারিখ ২৪,১০,২১।
Comments
comments