গত ১৮/১০/২০২১ তারিখে দৈনিক আলোকিত প্রতিদিন পএিকার ১ম পাতায় কুমিল্লা কান্দিরপাড় সিএনজি পরিচালনার নামে কেরানী হাবিবের ব্যাপক চাঁদাবাজি শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়।
এখানে আমাকে নিয়ে যে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি বলবো আপনারা সত্যটা খুজে সঠিক কথা তুলে ধরুন সংবাদে আমার দুই ছেলেকে নিয়েও কথা বলেছেন আমি এর তীব্র নিন্দা জানাই আমি দীর্ঘ ৪০বছর ধরে বেবি ট্যাক্সির আমল হতে ড্রাইভার শ্রমিকদের সাথে কাজ করে যাচ্ছি কখনো কোন ড্রাইভারের সাথে অন্যায় কাজ করিনি আমি আমার সংগঠনের একজন কেরানী মাত্র আমার দুই ছেলে লাইনম্যানের কাজ করে আমি কোন ড্রাইভার থেকে সংগঠনের নিয়ম ছাড়া কোন টাকা নেইনা, আমি অসুস্থ থাকার কারনে বতর্মানে বাড়িতে থাকি। সংবাদে আরো বলা হয়েছে আমার ছেলে ও কর্মচারিদের দিয়ে ড্রাইভারদের হুমকি দিয়ে চাঁদাবাজি করি যা সম্পুর্ন মিথ্যা ও মনগড়া কথা আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমি ২০০/২৫০ গাড়ি থেকে ৩০ টাকা করে সংগঠনের নিয়ম অনুযায়ী টাকা নেই যার বাবদ অফিসে দৈনিক ৫০০০ টাকা দেই এবং বাকি ৪০০০ টাকা সংগঠনের কর্মকর্তা ও বিভিন্ন কাজে মাসিক খরচ হয়। ১০টাকা করে যে টাকা উঠাই তা লাইনম্যান কর্মচারিদের বেতন দেই সাহায্য সহযোগিতায় শরিক হই। আমি কারোও কাছ থেকে জোর করে কোন টাকা নেইনা আপনারা সত্যটা দেখে খোঁজ নিয়ে দেখুন আমাকে মিথ্যা কোন অপবাদ দিবেন না। আমি আবারোও বলবো আমি একজন কেরানী মাত্র কোন চাঁদাবাজ না কর্ম করে খাই সারাদিন রোডে থেকে কাজ করে যে টাকা পাই তাই দিয়ে পরিবার চালাই কোন চাঁদাবাজি করে টাকা আনিনা।
দয়া করে কেউ সত্যতা যাচাই না করে কারো বিরুদ্ধে মিথ্যা মনগড়া কথা না বলার জন্য অনুরোধ করছি। আমি আবারও প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
“নিবেদক কেরানী হাবিব”