মোঃ আনোয়ারুল হক আমান ভৈরব-কুলিয়ারচর প্রতিনিধি,
গ্রামের মানুষের কথা চিন্তা করে নিজের জমিতে প্রতিষ্ঠা করেন আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় । অর্থাভাবে নিজের সন্তানের লেখাপড়া এখন বন্ধ ।স্ত্রী,সন্তান নিয়ে তিন বেলা খাবার জোটে না। জরাজীর্ণ ঘরে থাকেন অন্যের জায়গায়।খোঁজ নিয়ে জানা গেছে, ভৈরবের গজারিয়া ইউনিয়নের মানিকদী তাতালচর গ্রামে শিক্ষার আলো জ্বালাতে ১৯৭২ সালে এ গ্রামেই আলফাজ উদ্দিন নিজ নামে প্রতিষ্ঠা করেন আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়। আলফাজ উদ্দিনের দাদা মরহুম জহির উদ্দিন সরকার এ ইউনিয়নে ২০ বছর চেয়ারম্যান ছিলেন। তার বাবা হোসেন আলী মাস্টার ২৫ বছর ও শিক্ষানুরাগী আলফাজ উদ্দিন ১৫ বছর গজারিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ছিলেন। ঠাকার জন্য নিজের চিকিৎসার খরচ চালাতে পাছেন না । এক সময় তার সবই ছিল বর্তমানে তার কিছুই নাই।
তিনি স্ত্রী সন্তান নিয়ে খেয়ে না খেয়ে কোনরকমে জীবন যাপন করছেন। তার প্রতিষ্ঠিত আলফাজ উ্িদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ অন্যান শিক্ষকগণ ব্যাক্তিগতভাবে মাঝে মধ্যে সহযোগিতা করে থাকেন। আলফাজ উদ্দিন দৈনিক একুশের বাণীর প্রতিনিধিকে জানান, এ এলাকায় শিক্ষার এলো ছড়াতে নিজে ২ একর ৫ শতাংশ জমিতে নিজের নামে ১৯৭২ সালে এ বিদ্যালয় গড়ে তুলেন।তিনি আরো বলেন- এ বিদ্যালয়ে লেখাপড়া করে অনেকে আজ জর্জ-ব্যারিস্টার হয়েছেন । আবার অনেকে অর্থনৈতিকভাবে সয়ংস্মপূর্ণ হয়েছেন। কিন্তুু তিনি আজ নিঃস্ব হয়েছেন। তাই আলফাজ উদ্দিন প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন। এলাকার সাহাব উদ্দিন বলেন আমাদের আলফাজ উদ্দিনকে নিয়ে গ্রামের লোকজন গর্ব করেন। আবার তার এ অবস্থা দেখে দুঃখও করেন। তিনি বলেন আলফাজ উদ্দিন ৩ বার এ অঞ্চলের চেয়ারম্যান ছিলেন। সৎ ভাবে জীবন যাপন করেছেন। গ্রামের মানুষের ভবিষ্যৎ চিন্তা করে নিজ নামে এ গ্রামে বিদ্যালয় তৈরী করেন। আজ নিজের দুই ছেলের লেখাপড়ার খরচ চালাতে পাড়ছেন না।আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহমিদা খাতুন বলেন- আলফাজ উদ্দিন সাহেব বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, এক সময় তিনি ঘোড়ায় চড়ে সাদাধূতি পড়ে কলেজে যেতেন। আজ তিনি অসহায়। তিনি আরো বলেন, টাকার অভাবে তার ছেলে দুটির লেখাপড়া বন্ধ। প্রতিষ্ঠাতার এ অবস্থা দেখে স্কুলের শিক্ষকরা ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে কিছু সাহায্য করে। সৎ, নিষ্ঠাবান একজন শিক্ষানুরাগীকে সহযোগীতা করতে সকলকে এগিয়ে আসার আহবা এলাকাবাসির। প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ মনে করেন অত্র অঞ্চলের সাধারণ মানুষ।