ঝিনাইদহ প্রতিনিধি-
সারা বাংলার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন পালন করলেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লব হোসেন। ঝিনাইদহ সরকারি কে-সি কলেজের শহীদ মিনার চত্বরে দোয়া অনুষ্ঠান ও কেক কাঁটার আয়োজন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জয়ের জন্মদিনে অসহায় দুস্থ দের মাঝে খাবার বিতরণ করা হয়। ছাত্রলীগের তরুণ নেতৃবৃন্দ তাদের প্রিয় নেতার জন্মদিন স্বরণ করে রাখতে ঝিনাইদহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেন।
এসময় ছাত্রনেতারা বলেন জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে বাংলাদেশ ছাত্রলীগ অতীতের ন্যায় আরো বেশি সংগঠিত ও শক্তিশালী। আমারা দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। তারা বলেন দেশের সকল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ নেতৃবৃন্দ, জয়- লেখকের নেতৃত্বে শক্ত অবস্থানে দাঁড়িয়ে তাদের কে প্রতিহত করে চলছে। বাংলাদেশে আর কোনদিন স্বাধীনতা বিরোধী শক্তি জামাত, শিবির মাথা চাড়া না দিতে পারে আমরা সেজন্য ঝিনাইদহ ছাত্রলীগ ঐক্যবদ্ধ আছি। তরুণ ছাত্রলীগ নেতারা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানান ও তার সাফল্য কামনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগ নেতা বিপ্লবের পক্ষ থেকে।