মোঃ মাসুদ পারভেজ রানা, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের ধাক্কায় পরিবানু (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার বেলা দেড়টায় উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত পরিবানু উপজেলার চেঁচড়া গ্রামের মৃত সামান ফকিরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, পরিবানু নিজ দোকানের মালামাল ক্রয় করে হিলি থেকে ভ্যানযোগে বাড়ীতে আসার সময় আটাপাড়া রেলগেট পার হতেই হিলি থেকে আসা (ঢাকা মেট্রো-১৪-৪০৯৯) একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ভ্যানে থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেন। এসময় স্থানীয় জনতা ঘাতক ট্রাক ড্রাইভার দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মোসাদ্দেক হোসেনকে সহ ট্রাকটিকে আটক করে। পরে থানা পুলিশ আটক ট্রাক ও ড্রাইভারকে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।