আবু তৈয়ব সুজয়, কাজিপুর প্রতিনিধি সিরাজগঞ্জঃ
৩রা নভেম্বর জেলহত্যা দিবস ও জাতীয় চার নেতা স্মরণে-সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে “প্রজ্বলিত মোমবাতি শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ২ নভেম্বর রাত দশটায় কাজিপুর উপজেলা স্বাধীনতা স্কায়ারে প্রজ্বলিত মোমবাতি শোভাযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ প্রমুখ।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।