আনিছ মাল : ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রেসক্লাবে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে ভালুকা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালার শুভ উদ্বোধন করেন,ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
প্রশিক্ষক প্রদান করেন জিটিভির সিনিয়র বার্তাকক্ষ সম্পাদক ও সম্প্রচার বিষয়ক প্রশিক্ষক,ফয়সাল সরকার, প্রশিক্ষণ পরিচালনা করেন,ভালুকা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি,একুশে টেলিভিশন এবং দৈনিক বায়ান্ন পত্রিকার ভালুকা প্রতিনিধি,এস এম জাহাঙ্গীর আলম,বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক,এশিয়ান টিভি ও দৈনিক তৃতীয় মাত্রার ভালুকা প্রতিনিধি কামরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন জীবনের প্রতিিিট ক্ষেত্রেই শিক্ষার বিকল্প নেই। সাংবাদিকতার ক্ষেত্রেও তেমনি শিক্ষা গ্রহনের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই দক্ষ সাংবাদিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হলে প্রশিক্ষণ গ্রহন করতে হবে তবেই সমাজে একজন দায়িত্বশীল পেশাদার সাংবাদিক হিসেবে ভালুকা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেই সাথে ভালুকা উপজেলা প্রেসক্লাবের সফলতা কামনা করে বিশেষ এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন তরুণ ওই জনপ্রতিনিধি আলহাজ্ব আবুল কালাম আজাদ।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় ভালুকা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ২১ জন সাংবাদিক।