মোঃ সোহেল মিয়া,গাজীপুর থেকে:
বাংলাদেশ কৃষকলীগ গাজীপুর মহানগর শাখার ৩৫ নং ওয়ার্ড কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকেলে সাবেক গাছা ইউপি চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষণা দেয়া হয়।
গাছা থানা কৃষকলীগের সভাপতি শাহাজালাল তরুণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মহিউদ্দিন মহি। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর ও আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব আদম আলী,মহানগর কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ লিটন মোল্লা, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ বাবুল মন্ডল, গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শাহিন আলম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান মাস্টার,মহানগর মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক মোঃ হালিম খান ,গাছা থানা কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল করিম,গাছা থানা কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুবেল হোসেন,গাছা থানা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুম্মন খান,তাতী লীগ নেতা মোহাম্মদ শহীদুল্লাহ সহ আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ৩৫ নং ওয়ার্ড কৃষক লীগের একটি সফল ও সুন্দর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ায় গাছা থানা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে কৃষক লীগের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বক্তারা বলেন,বঙ্গবন্ধুর আদর্শে গড়া বাংলাদেশ কৃষকলীগ। সুতরাং বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে কৃষকলীগের প্রতিটি নেতাকর্মী কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। বক্তারা বলেন, কৃষক ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে। তাই কৃষকেরা যাতে ভালো থাকে এবং তারা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায় সেদিকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। বক্তারা বলেন, বিএনপি জামাত জোট সরকারের আমলে সারের জন্য ১৮ জন কৃষক কে প্রাণ দিতে হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারের জন্য কৃষক দের আর হাহাকার করতে হয় না।এটাই হচ্ছে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা ক্ষমতায় আসলে কৃষক কিছু পায়,আর বিএনপি ক্ষমতায় আসলে কৃষক দের শুষে খায়।সুতরাং আমাদের সকল কে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
আগামী ৩ বছরের জন্য নতুন এই কমিটি ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য ইতিমধ্যেই গাছা থনার ৭ টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি অত্যান্ত সফলভাবে ঘোষণা দেওয়া হয়েছে।