কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৩লাখ ইয়াবা, বিদেশী মদ ও সিএনজিসহ ৪জন মাদক কারবারী নারী-পুরুষকে আটক করেছে। সুত্র জানায়, ৭ নভেম্বর (রবিবার) বিকাল ৫টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল বড় ধরনের মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী গয়ালমারায় জনৈক গুরা মিয়ার বাড়িতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে গুরা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৩৮), পশ্চিম পালংখালীর আব্দুর রহিমের পুত্র রেয়াজুল করিম বাপ্পী (১৮), বটতলীর আব্দুস সালামের পুত্র সাখাওয়াত হোসেন মোল্লা (২২) এবং মৃত সোনা আলীর পুত্র জয়নাল উদ্দিন (২৬) কে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে তল্লাশী চালিয়ে ৩লাখ ৫০হাজার ইয়াবা, ১১ বোতল হুইস্কি, ১৫ক্যান বিয়ার এবং মাদক বহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। এই ঘটনায় বাড়ির মালিক গুরা মিয়াকে পলাতক আসামী করা হয়। কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড অপারেশন্স) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও বিদেশী মদসহ আটককৃতদের থানায় সোর্পদ করার প্রক্রিয়া চলছে।