মো. সোহেল মিয়া ( গাজীপুর থেকে )
গাজীপুর মহানগরের গাছায় ছাত্রলীগের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে স্থানীয় বোর্ডবাজার এলাকায় মোল্লা কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাছা থানা ছাত্রলীগের সভাপতি শেখ মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন পাঠানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন,সাবেক গাছা ইউপি চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সদস্য হাজী আব্দুর রশিদ, হাজী আব্দুল কাদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক গাছা ইউনিয়ন আওয়ামীলীগ, হাজী মোশারফ হোসেন রতন আওয়ামীলীগ নেতা, হাজী জিল্লুর রহমান মুকুল সাবেক কাউন্সিলর ৩৮ নং ওয়ার্ড,যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম বাদল, মশিউর রহমান মশি, রিনা হালিম সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও আহবায়ক গাছা থানা মহিলা আওয়ামীলীগ, শ্রমিক নেতা মিয়া মো. নুরুল আলম নুরু, আফজাল হোসেন খান আহবায়ক ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ, মো. আব্দুর রশিদ যুগ্ন আহবায়ক ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ প্রমুখ।
আলোচনা শেষে শহীদ আহসান উল্লাহ মাস্টারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মনির হোসেন আব্বাসী।