বিশেষ প্রতিনিধি:
করোনার কালীন সময়ে বাংলাদেশের হিসাব মহানিয়ন্ত্রকের আওতাধীন সিএএফও শিক্ষা মন্ত্রণালয়ের নারী কর্মকর্তা প্রথম সরকারি চাকরি জীবিদের জিপিএফ সংক্রান্ত বই লিখেছেন।
সরকারি চাকরি জীবিদের জিপিএফ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিধিমালা ও আইবাস নিয়ে বইটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া জাগিয়েছে। বইটি লিখেছেন সিএএফও শিক্ষা মন্ত্রণালয়ের অডিট এন্ড একাউন্টস অফিসার নাছিমা আনোয়ারা বেগম। তিনি সরকারি চাকরি জীবিদের জন্য নিজের ফেইসবুক ওয়ালে নিয়মিত আইবাস সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য নিয়মিত লিখেন।
করোনা কালীন সময়ে বাংলাদেশের পেনশনারদের লাইফ ভেরিফিকেশন ও আইবাস সমস্যা সমাধান করে সারা বাংলাদেশের অডিট এন্ড একাউন্টস বিভাগের সুনাম অর্জনে কাজ করে যাচ্ছে। তাঁর স্বামী কোভিড ১৯ আক্রান্ত থাকাকালীন সময়েও রোগীর সেবা ও আইবাসে অনলাইনে প্রশিক্ষণ নিয়েছেন।
সরকারি চাকরি জীবিদের সব সময় অনলাইনে ও অফ লাইনে সহায়তা প্রদান করে যাচ্ছেন। তিনি সরকারি চাকরি জীবিদের পরিচিত মুখ। তিনি তাঁর দায়িত্ব পালনের সাথে নিজের অডিট এন্ড একাউন্টস বিভাগের সুনাম অর্জন লক্ষে সরকারি চাকরিজীবিদের আইবাস সেবা প্রদানে সাহায্য করে যাচ্ছেন। তিনি আইবাসে পে এন্ড একাউন্টিং মডিউল বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ এ অংশগ্রহণ করার পর তিন দিন পরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপীল বিভাগের কর্মকর্তা / কর্মচারীদের আইবাসের উপর দুই দিন বহিঃপ্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেছেন। এটা বাংলাদেশের প্রথম নারী বহিঃপ্রশিক্ষক বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বহিঃপ্রশিক্ষক মনোনয়ন।
করোনাকালীন সময়ে তিনি শত শত পেনশনারের লাইফ ভেরিফিকেশন ও আইবাস সমস্যা সমাধান করেছেন। তিনি একজন সাদামনের মানুষ। তিনি মনে করেন চাকরি ক্ষেত্রে নারীদের যথাযথ সম্মান ও কাজের মূল্যায়ন করা উচিত।
তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মৃতঃ মফিজ উদ্দিন সরকারি চাকরি জীবি ছিলেন। তাঁর মা আয়েশা আক্তার সম্মানিত পারিবারিক পেনশনার। ছোট বেলায় বাবা মারা যান। তার ভাইয়া ও ভাবীদের কাছেই তিনি বড় হয়েছেন। তার মানুষ হওয়ার পিছনে সব অবদান ভাইয়া ও ভাবীদের। তিনি কিশোরগন্জের বধু। তিনি তিন সন্তানের জননী।