রেজওয়ানুল ইসলাম বাপ্পি।
ঝিনাইদহ মহেশপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনভর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম চঞ্চলের নেতৃত্বে ১২ ইউনিয়নে দিনভর নৌকার পক্ষে প্রচার, গণসংযোগ করেন স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে।
এস-বি -কে ইউনিয়নের খালিশপুর বাজারের নৌকার নির্বাচনী পথসভায় বক্তব্য প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কোটচাঁদপুর – মহেশপুরের কৃতি সন্তান ঝিনাইদহ -৪ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, এ্যাড- সফিকুল আজম খান চঞ্চল। বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি, অধ্যক্ষ নবী নেওয়াজ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক সুলতান মীর লিটন। উপজেলা পরিষদের চেয়ারম্যান,ময়েজউদ্দিন হামিদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ খাইরুল ইসলাম। সদর পৌর যুবলীগের সাবেক আহবায়ক ফজল মাহমুদ পাভেল। জেলা যুবলীগের সদস্য, ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ জামাল আহমেদ।
জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবলীগ নেতা- মোঃ রেজওয়ানুল ইসলাম বাপ্পি সহ যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। নির্বাচনী পথসভায় বক্তরা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান স্থানীয় জনসাধারণের। তাঁরা বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি আধুনিক সোনার বাংলায় পরিনত হতে চলেছে কাজেই আপনারা নৌকার পক্ষে থেকে কাজ করবেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নৌকার বিজয় সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ।