আবু তৈয়ব সুজয়, কাজিপুর (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
দক্ষিন পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মানবিক যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন কাজিপুর উপজেলা যুবলীগ।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জাপন করা হয়।
এরপর উপজেলা যুবলীগের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বর্ণাঠ্য র্যালী বের হয়ে স্বাধীনতা স্কয়ারে এসে শেষ হয় এবং মুজিবচত্বরে এসে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালী শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন বক্তব্য শেষে কেক কাটা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কামরুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,প্রচার সম্পাদক শ্রী উজ্জ্বল কুমার ভৌমিক, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক ইউনুস উদ্দিন,প্রচার সম্পাদক সারোয়ার হোসেন, দপ্তর সম্পাদক শাহীন আলম, সোহেল রানা ভুট্রোসহ সকল ইউনিয়ন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।