চট্টগ্রামর সীতাকুণ্ডের ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘাত আর সহিংশতার মধ্য দিয়ে শেষ হল।
আহত মেম্বার প্রার্থী। ভােটের পূর্বরাত থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চলা দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।
একটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ভােট গ্রহণ স্থগিত করা হয়ছে। অপর একটি কেন্দ্রে ব্যালটে সিল মারার ঘটনায় ৩শ ব্যালট বাতিল করছে ম্যাজিষ্ট্রট।
সােনাইছড়ির ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ফােরকান আহমদ ও মাহাবুবুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। এসময় মেম্বার প্রার্থী মাহাবুবুল আলমের সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দেয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় মেম্বারকে হেফাজতে নিলে প্রায় দুই ঘন্টা পর ব্যারিকেড সরিয়ে নেন সমর্থকরা। ভাটিয়ারীর ৮নং ওয়ার্ড ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মামুন উর রশীদ পায়েল বহিরাগত সস্ত্রাসী এনে কেন্দ্র দখলের চেষ্টা করলে প্রতিপক্ষ আলমগীর মাসুমের সমর্থকদের বাঁধা দেয়।
এতে বহিরাগত সস্ত্রাসীদের হামলায় আলমগীর মাসুমের ২০ সমর্থক আহত হয়। তাদেরকে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকাল ২টার সময় বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা যায়।