google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
মোঃ সোহেল মিয়া, গাজীপুর থেকেঃ
গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে তুরাগ নদীর উপরে অবস্থিত শতবর্ষী ব্রিজটির একাংশের ধসে পড়ায় বন্ধ হয়ে যায় ঢাকা,ময়মনসিংহ,উত্তরবঙ্গ,সিলেটেসহ মহাসড়কের যান চলাচল। এসময় বিকল্প সড়ক হিসাবে বিশ্ব এজতেমা মাঠ সংলগ্ন কামারপাড়া বাইপাস সড়কটি ব্যবহার করা হয়। এতে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
ভোগান্তিতে পরেছেন রোগী, বাসযাত্রী,সাধারন পথচারী ও কর্মজীবী মানুষ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে ব্রিজটি বন্ধ হওয়া,শুক্রবার সকাল প্রযর্ন্ত মহাসড়কে আটকে পড়েছে শত শত যানবাহন। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিন ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তরের আব্দুল্লাপুরের ট্রাফিক বিভাগ। সরজমিন দেখা যায়, ব্রিজের বিভিন্নস্থানে ভেঙে গেছে ও ফাটল দেখা দিয়েছে মাঝখানের বেশ খানিকটা অংশ ধসে পরে বিশাল আকৃতির গর্ত সৃষ্টি হয়েছে। বেড়িয়ে আছে লোহার ভাঙ্গা অংশ।
বন্ধ রয়েছে সকল যানবাহন চলাচল। ব্রিজ ধসের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে উৎসুক মান্ষু ভীর করেন গর্ত দেখতে। ব্রিজের পাশে বাজার থাকায় বিভিন্ন এলাকা থেকে আসা সাধারন ক্রেতা বিক্রতারা পন্য পরিবহন নিয়ে বিপাকে পরেছেন। তুরাগ, গাজীপুর পরিবহন, প্রভাতী বনশ্রী, ময়মনসিংহ,উত্তরবঙ্গ,সিলেটেসহ যাত্রীবাহিবাস,মালবাহি ট্রাক ব্রীজ বন্ধ থাকায় গতকাল রাত থেকে এ বাস গুলো রুট পরিবর্তন করে কামারপাড়া রোড দিয়ে আব্দুল্লাহপুর হয়ে চলাচল করছে।
এতে যানযটের সৃষ্ঠি হয়েছে। এবিষয়ে কথা হলে গাজীপুর ট্রাফিক দক্ষিণ জোনের পুলিশ পরিদর্শক মোঃ শাহাদাত হোসেন ও ঢাকা উত্তরের আব্দুল্লাপুরের ট্রাফিকজোনের পুলিশ পরিদর্শক মোঃ সাজাদ হোসেন জানান, যেহেতু ব্রিজটি ঝুঁকিপূর্ণ তাই বিআরটি প্রকল্প সংশ্লিষ্টদের সাথে আলোচনা সাপেক্ষে মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ রাখা হয়। তাছাড়া পশিম পাশের বেইলি ব্রিজে ও ঝুঁকিপূর্ণ থাকায় বিকল্প সড়ক হিসাবে কামারপাড়া রোড ব্যবহার করা হচ্ছে। এতে এক সড়কে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় থেমে থেমে গাড়ি চলছে।
Comments
comments