টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড এরশাদনগর এলাকায় স্বপ্না (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার রাতে এরশাদ নগরের ৩নং ব্লক এলাকার তরুণীর নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মৃত স্বপ্না দীর্ঘদিন যাবত তার নানীর সাথে এরশাদ নগর ৩নং ব্লক এলাকায় বসবাস করতো।
শনিবার রাত ১০টার দিকে স্বপ্নার প্রতিবেশী ইউসুফ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে বিষয়টি থানায় অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহামেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের প্রেরন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।