এইচ এম এরশাদ, হাটহাজারী
উত্তর চট্টলার ঐহিত্যবাহী সামাজিক সংগঠন “প্রগতি”র ব্যবস্থাপনায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন ও মানবতার দেওয়াল ১২ নভেম্বর হাটহাজারী পৌর মোহাম্মাদপুরস্থ প্রগতি স্থায়ী কার্যালয়ে উদ্বোধন করা হয়।
প্রগতির এই কর্মসূচী শীতকাল জুড়ে চলমান থাকবে বলে জানান নব পরিষদ।
উক্ত কর্মসূচী ক্লাবের সভাপতি ইকবাল মোহাম্মদ সাদীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোহাম্মদ শহীদুল্লাহ্, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াকুব, দোস্ত মোহম্মদ, আবুল কালাম আজাদ, মোহাম্মদ হাফেজ সাব্বির ও মোহাম্মদ খোকন। মোঃ এলবাছ, মোঃ রুকন, মোঃ রাতুল, মোঃ শিহাব, মোঃ তাওসিফ।
প্রগতি নব কার্যকরী পরিষদ ২০২১-২৩ বর্ষ ইফতেকার আহমেদ শুভকে সভাপতি ও তাজবিদ আহম্মেদ ফয়সালকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করেন সম্মানিত উপদেষ্টাবৃন্দ।
উপস্থিত সকলে প্রগতি’র পূর্বের কার্যকরতাকে সাধুবাদ জানান,আগামীতে প্রগতি সামাজিক কার্যক্রমে আরো তৎপর হবেন বলে আশাব্যক্ত করেন।