আবু তৈয়ব সুজয় কাজিপুর (প্রতিনিধি) সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পর্যায়ে এন্টিবায়োটিকের নিয়ন্ত্রত ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭ নভেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন প্রমুখ। দুপুর দুইটায় শান্তিপূর্ণভাবে মতবিনিময় সভা শেষে হয়েছে।