বিশেষ প্রতিনিধিঃ
“আলোকিত জীবন গড়তে এসো ‘রংধনু’র সাথে থাকি” শিরোনামে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি)’র বিশ্ব কার্যক্রম রেডিও তেহরান বাংলা বিভাগ কর্তৃক শিশু-কিশোরদের জন্য তৈরী সাপ্তাহিক অনুষ্ঠান “রংধনু আসর” এর জনপ্রিয়তা বাড়ানোসহ শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণামূলক কর্মসূচি পালন করেছে দেশ ও বিদেশের অন্যতম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
২০ নভেম্বর ২০২১, শুক্রবার রাজধানী ঢাকার মোহাম্মদপুর বায়তুল আমান হাউজিং সোসাইটিতে এই প্রচারণা করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো: ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রেডিও তেহরান বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক ও কথাবার্তা অনুষ্ঠানের বিশ্লেষক সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ রেজাউল করিম বেলাল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মিতালী বিদ্যাপিঠ এর শিক্ষিকা মর্জিনাবেগম এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।
প্রধান অতিথির বক্তব্যে ড. মির শাহ আলম বলেন, রেডিও তেহরান বাংলা বিভাগের “রংধনু আসর” অনুষ্ঠানটি শিশু কিশোরদের আলোকিত জীবন গড়তে একটি আদর্শ অনুষ্ঠান। শিশুরা কিভাবে নৈতিক ভাবে জীবন যাপন গড়বে সেই তথ্য গুলো এই অনুষ্ঠানে গল্পের মাধ্যমে তুলে ধরা হয়। আমাদের শিশুদের বাবা-মায়েরা যদি তাদের শিশু সন্তানদের নিয়ে রেডিও তেহরানের এই অনুষ্ঠানটি শুনতে পারেন তাহলে এতে শুধু শিশুদের নয় পরিবারের সকলের জীবন আলোকিত হবে। এটি মূলত শিশুদের অনুষ্ঠান হলেও এখানে যে নৈকিত শিক্ষা দেয়া হয় সেটি সকল বয়সের জন্য গুরুত্বপূর্ণ। একটি শিশুর জীবন কাদামাটির মত নরম। কাদামাটিতে আমরা যে জিনিসের ছাপ দিবো পরবর্তীতে সেই ছাপই স্থায়ী আকৃতি ধারণ করে।
সুতরাং একটি কোমলমতি শিশুর জীবন আলোকিত করতে তাকে শৈশবে আদর্শিক, মূল্যবোধ, মানবতা, সত্য সন্ধানী, সাহিত্য অনুরাগী এবং খোদা ভক্ত করলে তার জীবন হবে আলোতিক। রেডিও তেহরান রংধনু অনুষ্ঠানটি কোমলমতি শিশ-কিশোরদের জীবনকে আলোকিত করতে ভ্রুণে এই প্রচেষ্টা চালায়। রেডিও তেহরানের রংধনু অনুষ্ঠানের প্রযোজকসহ কলাকুশলীদের আমরা ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে, তারা শিশু-কিশোরদের আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।
প্রধান আলোচক সিরাজুল ইসলাম বলেন, শিশুরা জীবনটাকে কিভাবে গড়বে, কী কী করলে ভালো হওয়া যায় এরকম অনেক শিক্ষামূলক আলোচনা থাকে “রংধনু” আসরে। এখানে ছোট ছোট গল্পের মধ্য দিয়ে শিশুদের শিক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়। কারণ, আমরা ছোটদের কোন পথে গড়ে তুলবো সেই দায়-দায়িত্ব মূলত বাবা-মা পালন করে। ভালো শিক্ষা দিয়ে যদি শিশুদের লালন-পালন করা হয়, ভালো পথ দেখিয়ে দেওয়া হয় তাহলে সেই ভালো পথটি শিশু অনুসরণ করবে। তাই আমাদের সকলকে রেডিও তেহরানের রংধনু আসরের সাথে যুক্ত হওয়া উচিৎ। এতে আমরা যেমন উপকৃত হবো তেমনি আমাদের সন্তানেরাও সমান ভাবে উপকৃত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়াসিক ওসমান, ওয়াসিফা ওসমান, শারমিন আক্তার, শাহানাজ পারভীন, রাফিয়া আফরিন মিতু, ইয়াসমিন আক্তার, মো: পাভেল হোসেন, মো: ইশরাক উদ্দিন, মারিয়া আক্তার খুশি, আকাশ হোসেন, মো: ইমন, জান্নাতুল ফেরদৌস, মো: সামাদ, মিম আক্তার জুই, মাফিয়া, ফাতেমা আক্তার, তানভীর হোসেন ইয়াছিন, সুরাইয়া আক্তার খুশি, ফাতেমা আক্তার জান্নাত, জুবায়েদ হোসেন, আশামনি, কাউসার হোসেন, মোহাম্মদ আলম, রামিছা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে রেডিও তেহরান থেকে পূর্বে প্রচারিত রংধনু আসরের কিছু অনুষ্ঠান বিশেষ করে পশু-পাখির প্রতি দায়িত্ব-কর্তব্য; পরিশ্রম ও চেষ্টা সাধনার গুরুত্ব; শিয়ালের প্রতারণা; মানুষ ও চিতাবাঘ; দরবেশের গাধা; শরীর চর্চার গুরুত্ব; নেকড়ে ও ছাগলের লড়াই; উত্তম আচরণ বিষয়ক ৩টি ঘটনা; অহংকারী লাল গোলাপ ও বৃক্ষের গল্প থেকে চুম্বক অংশ শুনানো হয় এবং সেখান থেকে শিশুদের উপস্থিত কিছু কুইজের মাধ্যমে পুরস্কার দেয়া হয়।
উল্লেখ্য, সম্ভবত ১৯৯৯ সাল থেকে রেডিও তেহরান শিশু-কিশোরদের জন্য এই “রংধনু আসর” অনুষ্ঠানটি প্রচার করে আসছে।