অনলাইন ডেস্ক
অনেক দিন ধরেই মিরপুর শেরে বাংলার উইকেট নিয়ে দেশ-বিদেশে তুমুল সমালোচনা হচ্ছে। দেশের ক্রিকেটাঙ্গনে তো মিরপুরের উইকেট পরিচিতি পেয়েছে ‘ধানক্ষেত’ হিসেবে। বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা পর্যন্ত বলেছেন, মিরপুরের উইকেট স্পোর্টিং না করলে বাংলাদেশের ক্রিকেট এগোবে না। বিসিবির একাধিক কর্মকর্তাও এ ব্যাপারে সহমত হয়েছেন। তবে পারফর্মেন্সের ক্ষেত্রে পিচের অজুহাত মানতে রাজি নন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
রাত পোহালেই সিরিজের দ্বিতীয় টেস্টে শেরেবাংলায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছো ধোলাই হয়েছিল টাইগাররা। যদিও পিচ ছিল ভয়াবহ রকমের ঘূর্ণি আর স্লো। উপমহাদেশের দলের বিপক্ষে টার্নিং উইকেট বানিয়ে যে লাভ নেই, এটা তাই একরকম প্রমাণিত। মুমিনুল বলেন, ‘উপমহাদেশের সবাই স্পিন ভালো খেলে। তাদের বিপক্ষে স্পিনিং উইকেট না করাটাই ভালো। সব দলই তা-ই করে। আমার কাছে মনে হয়, ফ্ল্যাট উইকেটই ভালো। আমার এটাই পছন্দ।’
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল আরও বলেন, ‘মিরপুরের উইকেট আমরা সবাই জানি যে, বলা কঠিন…আমার কাছে মনে হয়, সাদা বলে একরকম উইকেট হয়, লাল বলে আরেকরকম। আমার কাছে মনে হয়, সাদা বলের চেয়ে ভালো উইকেট হবে লাল বলে। পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট বা এগুলো নিয়ে অজুহাত দেওয়াটা কখনোই কাম্য নয়। আমিও এটার সঙ্গে একমত হই না। পেশাদার ক্রিকেটারদের যদি ধানক্ষেতেও দেন, ওখানেই ভালো খেলতে হবে। আমার কাছে মনে হয়, অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদার হলে আরও ভালো হয়।’