শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ৮ নৌকার প্রার্থীকে একমঞ্চে উঠিয়ে হাত জোড় করে ভোট চেয়ে কাঁদলেন সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।
আগামী ৫ জানুয়ারির ইউপি নির্বাচনে শ্রীপুর উপজেলার নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।
৮টি ইউনিয়নের নৌকার প্রার্থীদের একমঞ্চে উঠিয়ে পরিচয় করিয়ে দিয়ে তিনি সব ভেদাভেদ ভুলে গিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।