নাজমুল মন্ডল শ্রীপুরঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত ৪৬৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৫ জন, মেম্বার (সদস্য) পদে ৩২৭ জন, সংরক্ষিত মহিলা (সদস্য) মেম্বার পদে ৮৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
৫ ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ৮ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ৬ জন, জাতীয় পার্টির ২ জন, জাকের পার্টির ৬ জন, জমিয়াতে উলামায়ে ইসলামের ১ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার মো.আল নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।