মুহাম্মদ আনিচুর রহমান ::
বাঁশখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০২২ সালের ১৬ জানুয়ারি এ নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত মেয়র পদে ২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে বাঁঁশখালী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এস এম তোফায়েল বিন হোছাইন গত বুধবার শোডাউন করে বাঁশখালীতে এসে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মতবিনিময় করেন এবং আজ বিকেলে বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
অপরদিকে সাবেক প্রথম পৌর মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী চট্টগ্রাম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বর্তমানে এ পর্যন্ত বাঁশখালী পৌরসভা নির্বাচনে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবদুর রহমান, আনসুর আলী, হোছাইন ও মাহফুজুর রহমান আনিছ প্রমুখ সহ ৪ জন,২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তপন কান্তি বড়ুয়া, সাবেক কাউন্সিলর মিলন বড়ুয়া, হারুনুর রশিদ, কাঞ্চন কুমার বড়ুয়া, মোঃ ইসকান্দর, মোঃ আবদুল লতিফ, কামরুল ইসলাম, মোঃ তৈয়ব প্রমুখ সহ ৮ জন, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জামশেদ আলম, জামাল উদ্দিন, মানিকুল আলম, আবদুল অদুদ(লেদু), মোঃ ফিরোজ শাহী পল্লী,মোঃ শহীদ উল্লাহ, এইচ এম মিজানুর রহমান, মোঃ তমিজুর রহমান, মোঃ মোসলেম উদ্দিন, ফিরোজুল ইসলাম সিকদার, মোঃ বেলাল উদ্দিন, মোঃ জসীম উদ্দিন, সাহাব উদ্দিন প্রমুখ সহ ১৩ জন, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আজগর হোসেন, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম হেলাল, মোঃ আকতার হোছাইন, আরিফ মঈনুদ্দিন, মোঃ মোক্তার উদ্দিন, নুরুল আবছার সহ ৬ জন, ৫নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মোঃ ইসহাক, মোঃ আমিরুজ্জামান, মোঃ মিজান, নুরুল আলম, মোঃ সোহেল, মোঃ নাসির উদ্দিন, আহমদুর রহমান, মোরশেদুল আলম, মোঃ দুদু মিয়া, রেজাউল করিম প্রমুখ সহ ১০ জন, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, আক্তার হোসেন, নির্মল কান্তি রুদ্র ৩ জন, ৭নং ওয়ার্ডে আবদুল গফুর, আবুল বশর, নুরুল আলম, আরাফাত উদ্দিন,জাকের হোছাইন প্রমুখ সহ ৫ জন, ৮নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ব্যোমপতি দাশ, প্রণব কুমার দাশ, উত্তম কুমার কারন, মো. নুরুন্নবী ৪ জন, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দেলোয়ার হোছাইন, বদিউল আলম, মুহিবুল্লাহ, মো. ওমর ফারুক, নাসির উদ্দিন প্রমুখ সহ ৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
অপরদিকে মহিলা সংরক্ষিত আসনে ১,২ ও ৩নম্বার ওয়ার্ডে রুজিয়া আকতার, হামিদা বেগম, সেতারা বেগম, শামীমা আক্তার ৪,৫,৬নং ওয়ার্ডে রোজিয়া সুলতানা, উষা রানী রুদ্র, রিয়া আক্তার, বেবী তালুকদার ৭,৮,৯নং ওয়ার্ডে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান কাউন্সিলর নারগিস আক্তার, ছাদেকা নুর খানম বিউটি, রুপালি দাশ, করিমা আক্তার। পৌরসভার ১১টি ভোটকেন্দ্র ২৬ হাজার ৯৮০ জন ভোটার রয়েছে। এ তালিকায় আরো সহস্রাধিক নতুন ভোটার সংযুক্ত হবে বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম।
চট্রগ্রামের বাঁশখালী উপজেলার মোট১৫ টি ইউনিয়নের মধ্যে সদর জলদী ইউনিয়নকে ২০০২ সালের ডিসেম্বরে পৌরসভায় উন্নীত করা হয়।
পরবর্তীতে ২০০৩ সালের ১৫ই জানুয়ারী প্রথম পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী।
পরবর্তীতে ২০০৪ সালের ৫ মে প্রথম নির্বাচনে প্রথম পৌর মেয়র হিসেবে নির্বাচিত হন বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী।
২০১১ সালের ১৮ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে পৌর মেয়র নির্বাচিত হন শেখ ফখরুদ্দিন চৌধুরী। এরপর ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নৌকা প্রতীক মেয়র নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী।
বাঁশখালী পৌরসভা নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে ১৮ ডিসেম্বর। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসীল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ ডিসেম্বর, বাছাই ২০ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহার ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ ১৬ই জানুয়ারি ২০২২ইংরেজি।