স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার(১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দীন মাষ্টার,সহকারী কমিশনার (ভুমি) সেলিম আহামেদ,পৌর মেয়র ফারুক হোসেন,হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী,যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন,আনসার ভিডিপির কর্মকর্তা রিনা খাতুন, ইউপি চেয়ারমান ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম. সাইফুজ্জামান তাজু,সাধারণ সম্পাদক এইচ মাহাবুব মিলুসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।