গাজীপুর মহানগর সংবাদদাতাঃ
স্বাদীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে টঙ্গী প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী প্রেসক্লাবের আহ্বায়ক শাহজাহান সিরাজ সাজুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মো. হেদায়েত উল্লাহর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির উদ্দিন মোল্লা, টঙ্গী শিল্পা শ্রমিকলীগের সহসভাপতি মো. হিরণ মিয়া, টঙ্গী প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা মো. ওয়াজ উদ্দিন, টঙ্গী প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বুলবুল, আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোস্তফা হুমায়ুন হিমু।
৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মো. হারুন-অর-রশিদ, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নূরুল ইসলাম, অত্র প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টঙ্গী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সৈয়দ আতিক, সিনিয়র সদস্য মাহবুব চৌধুরী, শেখ আজিজুল হক, জাকারিয়া চৌধুরী, মাহবুব তরফদার, এমআর নাসির, লতিফ মোহাম্মদ হালিম, মাকসুদ আহম্মদ রবিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হামিদ খান, সিনিয়র সহ সভাপতি আরীফ মৃধা, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রবিন সহ প্রমুখ।