কাজিপুর (প্রতিনিধি) সিরাজগঞ্জ: গত ২৬ ডিসেম্বর ৯৫ ফাউন্ডেশন কাজিপুর এর সভাপতি প্রকৌশলী মো. আবু রায়হান স্বাক্ষরিত এক প্রেস নোটে জানানো হয়- ৯৫ ফাউন্ডেশন কাজিপর এর বর্তমান নির্বাহী কমিটির বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
তিনি প্রেস নোটে জানান- সময়ের সাথে তাল মিলিয়ে ৯৫ ফাউন্ডেশন কাজিপুর সকল সদস্যদের লোভ লালসা, ব্যক্তি স্বার্থের উর্দ্ধে থেকে পরিশ্রম, সাধনা ও ত্যাগ তিতীক্ষার মাধ্যমে আজকের এ অবস্থানে এসে দাড়িয়েছে। আমরা ইতোপুর্বে দেখেছি কাজিপুরের কিছু স্বার্থান্বেষী মহল/লোক ৯৫ ফাউন্ডেশন কাজিপুর এর কার্যক্রমে ঈর্ষানিত হয়ে আমাদের সংগঠনের প্রিয় বন্ধুদের উসকানি দিয়ে সংগঠনটি দুর্বল করার ব্যর্থ চেষ্টায় লিপ্ত হয়েছে বওে প্রতীয়মান হয়। যা এখন ও চলমান রয়েছে। আমার বন্ধুদের প্রতি অনুরোধ সকল ষড়যন্ত্র প্রতিহত করে আমরা আমাদের সংগঠনকে তার অভিষ্ট লক্ষ্যে স্থির রাখতে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।
তিনি আরো জানান- সময়ের পরিক্রমায় ৯৫ ফাউন্ডেশন কাজিপুর তার কার্যক্রমের মাধ্যমে সিরাজগঞ্জ-১ নির্বাচনী এলাকা বিশেষ করে কাজিপুর উপজেলার সাধারণ মানুষের মনে একটা আসন করে নিয়েছে। ৯৫ ফাউন্ডেশন কাজিপুর এর কাজকে আরও গতিশীল, আধুনিক ও সময়োপযোগী করতে ১৯/১১/২০২১ খ্রিঃ তারিখে সংগঠনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটি গঠিত হয়। বার্ষিক সাধারন সভায় নতুন কমিটি গঠনের পর হতে নানা কারনে নির্বাচিত সদস্যসহ সংগঠনের অধিকাংশ সদস্যদের মধ্যে পুর্বের সর্ম্পকের অবনতি হতে থাকে। যার বহিঃপ্রকাশ আমরা গত ১০/১২/২০২১ খ্রিঃ তারিখে ধানমন্ডিস্থ স্টার কাবাবে অনুষ্ঠিত সভায় দেখেছি। নির্বাহী কমিটির সভায় উপস্থিত হয়ে ০৩ (তিন) জন নির্বাচিত প্রতিনিধি বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখতে না পারা ও সংগঠনের কাজকে গতিশীল করার লক্ষ্যে পদত্যাগ পত্র জমা প্রদান করে। পরবর্তীতে ৯৫ ফাউন্ডেশন কাজিপুর এর সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা ও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নানাবিধ পদক্ষেপ গ্রহন করা হয়। তাতে ও আশানুরুপ ফল না হওয়ায় কার্যকরী কমিটির নির্বাচিত সদস্যরা ধাপে ধাপে তাদের পদত্যাগ পত্র দাখিল করে।
সংগঠনের কার্যকরী পরিষদের মোট সদস্য সংখ্যা ৩৩। বার্ষিক সাধারন সভায় কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য ২৬ জন। তন্মধ্যে ১৮ (আঠারো) জন সদস্য পদত্যাগ করায় কার্যনির্বহী কমিটির সভায় কোরাম সংকট সৃষ্টি হয়। কার্যকরী পরিষদের কোরাম পুর্ণ না হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটি বিলুপ্তিযোগ্য এবং কোরাম সংকটের জন্য কোন ভাবেই নির্বাহী কমিটির সভা আহবান করা সম্ভব হচ্ছে না। সর্বোপরি নির্বাচিত কার্যকরী কমিটিতে সদস্য সংকটের কারনে সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে পালনে সমর্থ হবে না মর্মে প্রতীয়মান হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বেশি সংখ্যক নির্বাচিত সদস্য পদত্যাগ করায় এবং অধিক সংখ্যক প্রতিষ্ঠাকালীন সদস্যদের মতামতের আলোকে সংগগঠনের সদস্যদের মধ্যে বিরাজমান চাপা অসন্তোষ দুরীকরন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে চলমান রাখতে তথা সংগঠনের সঠিক কার্যক্রমকে গতিশীল করতে বন্ধুত্বের বন্ধন বহমান শ্লোগানকে সমুন্নত রাখতে ব্যক্তি স্বার্থের উর্দ্ধে বর্তমান কার্যকরী কমিটি অদ্য ২৬/১২/২০২১ খ্রিঃ তারিখ হতে বিলুপ্তি ঘোষনা করেন সংগঠনটির বর্তমান সভাপতি।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সাময়িকভাবে সংগঠনের কার্যাবলী পরিচালনা ও পরবর্তী নতুন কমিটি গঠনের জন্য ৫ সদস্যের সমন্বয়ে এডহক কমিটি গঠন করা হয়। এডহক কমিটির সদস্যরা হলো এস.এম সরোয়ার-ই-আলম আহবায়ক, ছাব্বির আহমেদ সদস্য, মো. রবিউল হাসান সদস্য, হাসানুর রহমান মনি সদস্য, মো. রুবেল কাওছার সদস্য-সচিব।
প্রকৌশলী রায়হান আশা করেন নতুন এডহক কমিটি স্বল্পতম সময়ের মধ্যে সময়োপযোগী, সকলের নিকট গ্রহনযোগ্য ও গতিশীল কার্যকরী কমিটি গঠনের সর্বাত্মক ব্যবস্থা গ্রহন করবে। এডহক কমিটি, সংগঠনের কাজের স্বার্থে গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধন,পরিবর্ধন ও পরিমার্জন করিতে পারিবে।
প্রেস নোটে তিনি আরো নিশ্চিত করেন-পরবর্তী নির্বাহী কমিটি গঠনের পুর্ব পর্যন্ত ৯৫ ফাউন্ডেশন কাজিপুর এর লোগো অথবা সংগঠনের নামে এডহক কমিটি ব্যতীত অন্য কেউ কোন ধরনের কার্যক্রম গ্রহন করলে এডহক কমিটি তার বিরুদ্ধে বহিষ্কারাদেশসহ আনুসাঙ্গিক সকল ধরনের সাংগঠনিক ব্যবস্থাদি গ্রহন করতে পারবে।