বিশেষ প্রতিনিধি:
বিজয়ের ৫০ বছরপূর্তিতে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য যুগান্তরের গাজীপুর মহানগরের গাছাথানা প্রতিনিধি এমআর নাসিরকে‘বিজয়েরসুবর্ণজয়ন্তী ২০২১’ সম্মাননা প্রদান করা হয়েছে।
স্বাধীনতা সংসদের উদ্যোগে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে এ সম্মাননা প্রদানকরা হয়। এতে সভাপত্বি করেন স্বাধীনতা সংসদের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা লায়ন এবিএম আনোয়ারুল বাসেত এমজেএফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক। প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান লে. জেনালের (অব:) এম হারুন অর রশিদ বীরপ্রতিক।
অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কে.এস.এন.এম জহুরুল ইসলাম খান। মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, সমাজসেবক, কবি, লেখক, গবেষক ও দেশবরেণ্য ব্যক্তিদের মধ্য থেকে ১২ জনকে সম্মাননা দেওয়া হয়।