মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ হাজার ৫শ শিক্ষার্থীদের টিকা প্রদান উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলা আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্রে এ টিকাদানের উদ্বোধন করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনম।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাঃ আবুল আলা, একাডেমিক সুপার ভাইজার সাফিউর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমান, হেল্থ ইন্সপেক্টর (ইনচার্জ) বেলাল উদ্দিন, ইএসডিও জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহমেদ শাহ সহ জানো প্রকল্পের ফিল্ড কর্মকর্তা ও ভলান্টিয়ারগন প্রমুখ।
শনিবার উদ্বোধনী দিনে উপজেলার ৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৬৩ জন, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন, সোনারায় উচ্চ বিদ্যালয়ের ৫শ জন, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের ৫০ জন, চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের ৩শ জন, জি আর চান্দখানা উচ্চ বিদ্যালয়ের ৪৩৭ জন ও মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫শ জন রয়েছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী জানান, আজকে (শনিবার) উদ্বোধনী দিনে ২ হাজার শিক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান করা হয়েছে। এই কার্যক্রম আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। তিনি আরও বলেন, ১৫ তারিখের মধ্যে উপজেলায় ১৭ হাজার ৫শ শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে।