আবু তৈয়ব সুজয়, কাজিপুর (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ১০৫তম জন্মদিন উপলক্ষে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ সোনামুখী এর আয়োজনে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
আজ (রবিবার) ১৬ই জানুয়ারি কাজিপুরের সোনামুখী শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ এর কার্যালয়ে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল আয়োজিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সোনামুখী ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস।
এই সময় উপস্তিত ছিলেন সোনামুখী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শাহজাহান আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সোনামুখী শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ এর সভাপতি শ্রী উজ্জ্বল কুমার ভৌমিক, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি হেলালুর রহমান হেলাল, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম অরুন, ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক রুবেল আহম্মেদ সবুজ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান মাহমুদ স্বজল, সাংগঠনিক সম্পাদক পবিত্র কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফ সরকার, সোনামুখী বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর সভাপতি ও উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রুবেল আহম্মেদ, সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম তুষার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাব্বির হোসেন, আবির সাহা পিংকু, সোনামুখী শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ , আবু তৈয়ব সুজয়,হৃদয়, শাকিলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।