রিপোর্টার রমজান আলী রুবেল
গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা খাইরুল মীর ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এ এসপি)সহ ২১জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন নিহতের পরিবার।
শনিবার (১৫ জানুয়ারি) শ্রীপুর থানায় নিহত ছাত্রলীগ নেতা নয়নের বড় ভাই মোঃ রতন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় প্রধান আসামী কাওরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী খাইরুল ইসলাম মীর ও সাত নং আসামী কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ আজিজুল হকের বড় ভাই অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আব্দুল কাদিরসহ ২১জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় ৮/১০জনকে অজ্ঞাত হিসেবে আসামী করা হয়েছে।
মামলার বাদী নিহত ছাত্রলীগ নেতা নয়নের বড় ভাই রতন শেখ জানান, নয়ন হত্যাকাণ্ডের পর থেকেই মামলা না করে আপোষ মিমাংসার জন্য একটি বিশেষ মহল থেকে চাপ দেয়া হচ্ছে।, তিনি বলেন,আমরা শোকাহত সহজ-সরল পরিবারটি এখন হুমকির মুখে আছি, আশা করব পুলিশ প্রশাসন আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হবেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহফুজ ইমটিয়াজ ভূঁইয়া জানান,ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে,খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
ছাত্রলীগ নেতা নয়ন শেখ হত্যা মামলার অন্যতম আসামি বিপ্লবকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। ১৫ জানুয়ারী শনিবার সন্ধ্যা ৭টার দিকে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিপ্লবকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, গ্রেপ্তার বিপ্লব উপজেলার কাওরাইদ গ্রামের মৃত নারায়ন পাগলার ছেলে।