google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
মো. সোহেল মিয়া ( গাজীপুর )
গাজীপুর মহানগরের গাছা থানার কালাই মার্কেট এলাকায় মহানগরের গাছা থানার ৭ টি ওয়ার্ডের গরীব অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।
১৭ জানুয়ারী সোমবার বিকেলে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন মহির সভাপতিত্বে ও মহানগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি এই শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ মন্ডল, ৩৫ নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল,জিএমপি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য এসএম শামীম,গাছা থানা কৃষকলীগের সভাপতি শাহজালাল তরুণ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা শাহজাহান মাস্টার, গাছা থানা যুবলীগ সভাপতি প্রার্থী মোঃ ইসমাইল হোসেন, যুবলীগ নেতা রাশেদুজ্জমান জুয়েল মন্ডল,গাছা থানা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক জুম্মন খান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। চারদিকে শুধু উন্নয়নের ছোঁয়া।একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সহ সারাবিশ্বের মানুষের নিকট শেখ হাসিনা এখন অধিক প্রশংসনীয়। প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন চক্রান্তের কারণে পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্ব ব্যাংক যখন মুখ ফিরিয়ে নিলেন,ঠিক তখনই শেখ হাসিনা ঘোষণা দিলেন নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু হবে।
আর শেখ হাসিনার এই ঘোষণাকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সেদিন ঠাট্টা বিদ্রুপ করেছিলেন। কিন্তু মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আজকে পদ্মা সেতু দৃশ্যমান। অতি অল্প সময়ের ভিতরেআলো-আঁধারির এই সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হবে।
মন্ত্রী বলেন, এছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল সহ মেগা প্রকল্পের কাজ গুলো ইতিমধ্যেই সমাপ্তির পথে।খুব তাড়াতাড়ি এগুলো উদ্বোধন করা হবে। আর এতে করে ইনশাল্লাহ এক সময় বাংলাদেশ ইউরোপ-আমেরিকা কে ছাড়িয়ে যাবে। করোনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন, মহামারী ভাইরাস করোনার কারণে সারা বিশ্বের অর্থনীতিতে আঘাত এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সুকৌশলে মহামারী ভাইরাস করোনার মাঝেও আমাদের অর্থনীতিকে সচল রাখা হয়েছে। তিনি বলেন, এরই নাম শেখ হাসিনা।
প্রতিমন্ত্রী বলেন, এখন করোনাভাইরাস ঊর্ধ্বমুখী। তাই আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে। নিজে ভালো থাকতে হবে। অন্যকে ভালো রাখতে হবে।তিনি করোনা মোকাবেলায় সকলকে আবারও সচেতন থাকার আহ্বান জানান ।
Comments
comments