গাজীপুর থেকে আব্দুল হামিদ খান ঃ
গাজীপুর মহানগরের গাছা থানার কালাই মার্কেট এলাকায় মহানগরের গাছা থানার ৭টি ওয়ার্ডের গরীব অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।
১৭ জানুয়ারী সোমবার সন্ধায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন মহির সভাপতিত্বে ও মহানগর কৃষক লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ লিটন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি এই শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ মন্ডল, মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক জনাব শহীদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম শামীম হোসেন।
৩৫ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর ও আগামী গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, জিএমপি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর মহানগরের সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম দিপ, গাজীপুরের পিপি জনাব এ্যাডঃ আফফান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাছা থানা আওয়ামী লীগের হাজী আদম আলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা শাহজাহান মাস্টার, ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক হাজী আহম্মদ আলী, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জালাল সরকার ও সদস্য সচিব ও ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম, ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আফজাল খান, সাবেক গাছা ইউনিয়নের ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান, গাছা থানা কৃষকলীগের সভাপতি শাহজালাল তরুণ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, গাছা থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম, গাছা থানা আওয়ামীলীগ নেতা শাহীন আলম, গাছা থানা যুবলীগ সভাপতি প্রার্থী রাশেদুজ্জমান জুয়েল মন্ডল ও
মোঃ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইকবাল মোল্লা, বীর মুক্তিযুদ্ধা ডাঃ সুলতান আহম্মেদ, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমীর হোসেন ভূট্টু, গাছা থানা মৎস্যজীবী লীগের আহবায়ক নবীন হোসেন, আওয়ামীলীগ নেতা রুবেল আহমেদ বেগ, গাছা থানা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মন খান ও রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাকিব আল বেপারী, ৩৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী হুমায়ুন কবির রাজ, ৩৭নং ওয়ার্ড যুবলীগ নেতা সাদ্দাম হোসেন তন্ময়, গাছা থানা বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাধারন সম্পাদক মিলন আহমেদ, কৃষক লীগ নেতা আবুল হাসনাত, আবু হানীফ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন ও স্থানীয় কাউন্সিলর সহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির ভাষণে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। চারদিকে শুধু উন্নয়নের ছোঁয়া। একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সহ সারাবিশ্বের মানুষের নিকট শেখ হাসিনা এখন অধিক প্রশংসনীয়। প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন চক্রান্তের কারণে পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্ব ব্যাংক যখন মুখ ফিরিয়ে নিলেন, ঠিক তখনই শেখ হাসিনা ঘোষণা দিলেন নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু হবে। আর শেখ হাসিনার এই ঘোষণাকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সেদিন ঠাট্টা বিদ্রুপ করেছিলেন। কিন্তু মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আজকে পদ্মা সেতু দৃশ্যমান। অতি অল্প সময়ের ভিতরেআলো-আঁধারির এই সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হবে।
মন্ত্রী বলেন, এছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল সহ মেগা প্রকল্পের কাজ গুলো ইতিমধ্যেই সমাপ্তির পথে।খুব তাড়াতাড়ি এগুলো উদ্বোধন করা হবে। আর এতে করে ইনশাল্লাহ এক সময় বাংলাদেশ ইউরোপ-আমেরিকা কে ছাড়িয়ে যাবে। করোনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন, মহামারী ভাইরাস করোনার কারণে সারা বিশ্বের অর্থনীতিতে আঘাত এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সুকৌশলে মহামারী ভাইরাস করোনার মাঝেও আমাদের অর্থনীতিকে সচল রাখা হয়েছে। তিনি বলেন, এরই নাম শেখ হাসিনা।
প্রতিমন্ত্রী বলেন, এখন করোনাভাইরাস ঊর্ধ্বমুখী। তাই আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে। নিজে ভালো থাকতে হবে। অন্যকে ভালো রাখতে হবে।তিনি করোনা মোকাবেলায় সকলকে আবার ও সচেতন থাকার আহ্বান জানান।