নিজস্ব প্রতিবেদকঃ কাজিপুর উপজেলার দূর্গম চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান”হাজী জহির উদ্দীন তরফদার নূরানী প্রি-ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা”থেকে ২০২১ শিক্ষা বর্ষে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে সারাদেশের মধ্যে ১৪তম স্হান অর্জন করেছে রবিউল ইমলাম(১২) নামের এক শিক্ষার্থী।
অজোপাড়া গাঁয়ের শিক্ষার্থীর এমন অভূতপূর্ব সাফল্যে রীতিমত আনন্দ উৎসবের আমেজ বয়ে যাচ্ছে।
চট্রগ্রাম তা’লীমূল কুরআন বোর্ডের অধীনে ২০২১ সালে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে ৪,২৭,৪৩৭ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪তম স্হান অর্জন করেন রবিউল ইসলাম।
রবিউল ইসলামের এমন সাফল্যের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ফজলুল হক জুয়েল তরফদার।
তিনি বলেন -রবিউলের এমন সাফল্যমণ্ডিত ফলাফলের পিছনে মাদ্রাসার শিক্ষক এবং রবিউলের কঠোর পরিশ্রম রয়েছে।রবিউলের মতো মেধাবী শিক্ষার্থীদের পরিচর্যা করলে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব”।
রবিউল ইসলাম বলেন,”আমি কখনো বিশ্বাস করতে পারিনি এতো ভালো ফলাফল করতে পারবো।আমার সফলতার পেছনে সকল কৃতিত্ব শিক্ষকদের”।
মাদ্রাসার সহকারি শিক্ষক আসাদুল ইসলাম শাহিন বলেন,” অত্র প্রতিষ্ঠানে পরিচালক স্যার অত্যন্ত দক্ষ, সৎ এবং আদর্বান ব্যক্তি।তিনি সকল চাওয়া পাওয়ার উর্ধ্বে থেকে ছাত্রদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সার্বক্ষণিক শিক্ষক -অভিভাবকদের সাথে পরামর্শ করেন।আমরা আশাবাদী আগামীতে আরও ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ।