টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
টঙ্গীতে কিশোর গ্যাং প্রধান এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মাদক কারবারসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। রাশেদ খান মেনন নামের ওই ছাত্রলীগ নেতাকে চাঁদা না দিয়ে কেউ বাড়ির নির্মাণ কাজ করতে পারেন না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
গাজীপুর মহানগরের টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ডের বড় দেওড়ায় হযরত শাহজালাল (রহ.) রোডের বাসিন্দা শাহীন ওরফে কাউয়া শাহীনের ছেলে ছাত্রলীগ নেতা রাশেদ খান মেনন। বাবা কাউয়া শাহীনও এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। ছেলে রাশেদ খান মেনন টঙ্গী থানা ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে হেন কোন অপকর্ম নেই যা সে করে না। চাঁদাবাজি ছাড়াও একটি হত্যাকান্ডের অন্যতম আসামী রাশেদ খান মেনন। এলাকায় একটি খাস পুকুর দখল করে সেখানে দোকানপাট ও নিজস্ব অফিসঘর করেছে। উক্ত অফিসঘর থেকে পরিচালনা করা হয় কিশোর গ্যাং।
গ্যাং সদস্যরা সার্বক্ষনিক উক্ত আস্তানায় অবস্থান নিয়ে এলাকায় মাদক কারবার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে। এলাকায় কেউ বাড়িঘর নির্মাণ কাজ শুরু করলেই রাশেদ খান মেনন দলবল নিয়ে হাজির হয় এবং নির্মাণ সামগ্রী সরবাহের দাবী জানায়। কেউ তাকে নির্মাণ সামগ্রীর কার্যাদেশ না দিলে মোটা অংকের চাঁদা দিতে হয়। আবার কার্যাদেশ পেলে বাড়তি দামে নির্মাণ সামগ্রী সরবরাহ করা হয়। এসব ঘটনায় এলাকাবাসী রাশেদ খান মেনন নেতৃত্বাধীন কিশোর গ্যাং সদস্যদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। এই কিশোর গ্যাংয়ের দুধুর্ষ সদস্য তাইজুল, রাকিব ও রবিউলের বিরুদ্ধেও রয়েছে বহু অভিযোগ। এদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পান না। সম্প্রতি একটি জমি দখলের ঘটনায় প্রতিবাদ করায় রাশেদ খান মেনন দলবল নিয়ে এলাকার একজন বীর মুক্তিযোদ্ধাকে লাি ত করে। রাশেদ বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ড থেকে রক্ষা পেতে এলাকাবাসী আইন শৃংখলা বাহিনীর কাছে একাধিক বার লিখিত অভিযোগও করেছে।
এদিকে এব্যাপারে রাশেদ খান মেননের সাথে যোগাযোগ করা হলে তিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত রয়েছে।