কাজিপুর (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ কাজিপুরের ২নং চালিতাডাঙ্গা ইউনিয়নে ৩০০ অসহায় মানুষের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি শীত উপহার সামগ্রী বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ বাদশা তালুকদার এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি মোঃ আয়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জু তরফদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মেম্বার মোঃ আব্দুর রাজ্জাক মুন্সি।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার।
এসময় ৩০০ পরিবারের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ করা হয়।