google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃআলেকচান তালুকদার
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নরসিংপুর ২ নং ওয়ার্ডে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দিয়েছেন ৫২টি ঘর যারা গরীব তাদেরকে । অথচ সরেজমিনে গিয়ে দেখা যায় বেশিরভাগ ঘরগুলো প্রভাবশালীরা পেয়েছেন |সেই ঘরগুলো প্রভাবশালীরা কাচারী ঘর হিসেবে ব্যবহার করছেন ।
তারা মাসে ১বার বা ২বার এসে কিছু সময় কাটিয়ে আবার চলে যায় । কারণ তাদের ঘরের প্রয়োজন নেই । তাদের বাপ-দাদার দেওয়া সম্পদ ঘরবাড়ি জায়গা আছে । এই জায়গাতে আরো কিছু লোক ঘর পেয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে চাকরি করে। তাদের জায়গা সম্পদ টাকা পয়সার অভাব নেই । খোঁজ নিয়ে জানা গেছে দেশের বাহিরে থাকেন তাদের বাড়ি ঘর অর্থ সম্পদের অভাব নেই । তারা এখনো ঘরগুলোতে আসে নাই।
খালি পড়ে রয়েছে ঘর গুলো, এখানকার আশেপাশে খোঁজ নিয়ে জানা যায় যারা একবারে নিঃস্ব গরিব জায়গা সম্পদ ঘরবাড়ি কিছুই নেই ,তারা কোন ঘর পায় নাই । এবং তাদের কাছে এ বিষয়ে কথা বললে তারা সাংবাদিকদের জানায়, যে টাকা দিতে পারে নাই তাদের কে ঘর দেওয়া হয় নাই। এবং এই নিরিহ লোক গুলো আমাদেরকে জানায়, যে প্রত্যেকটা ঘর ২০.০০০ টাকার বিনিময় দেওয়া হয়েছে । মেম্বার চেয়ারম্যান এবং অন্যান্য নেতার মাধ্যমে এই টাকাগুলো নেওয়া হয়েছে । তাই যারা টাকা দিয়েছে তাদের নাম ঘরের লিস্টে উঠেছে যারা টাকা দেয় নাই তাদের নাম ঘরের লিস্টে উঠে নি।
এ বিষয়ে সাংবাদিকরা নরসিংপুর ২ নং ওয়ার্ডের মেম্বার মোকলেস ও চেয়ারম্যান হুমায়ুন সাহেবের সাথে কথা বলতে চাইলে তারা এ বিষয়ে কোন কথা সাংবাদিকদের সাথে বলে নি ।
এখানকার স্থানীয় লোকেরা সাংবাদিকদের জানায় যে ঘরগুলো এখানে দিয়েছে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।যারা যারা ঘর পেয়েছেন, তদন্ত করলে দেখা যাবে বেশিরভাগ ঘরগুলো প্রভাবশা্লীরা পেয়েছেন ।
Comments
comments