নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের গৌরীপুরের মাঝিপাড়া এলাকার রোকসানা খাতুন (২৮) মামলার বাদী হওয়ায় যার পেশা। টাকার বিনিময়ে যে কোনো ধরণের মিথ্যা মামলার বাদী হয়ে যান তিনি। আর এই সিন্ডিকেট পরিচালনা করছে তার স্বামী লিটন মিয়া, চাচাতো ভাই ঠুটকাটা শফিক যুবদল কর্মী আনিস ও চাঁন মিয়া। সিন্ডিকেট সদস্যরাই আবার মামলার স্বাক্ষী হয়।
চাহিদা মাফিক টাকা পেলে আবার মামলা তুলে নিয়ে মিমাংসাও হয়ে যান রোকসানা। মারধর, নারী নির্যাতন ও শ্লীলতাহানিসহ বিভিন্ন মামলার মিথ্যা বাদী হয়ে এরি মধ্যে কামিয়েছেন লাখ লাখ টাকা।
এলাকাবাসী কেউ প্রতিবাদ করলে শ্লীলতাহানির ভয় দেখিয়ে মামলা করার হুমকি দেয় রোকসানা। ঘোষপাড়া অলিল মিয়া জানান,কিছু দিন আগে রোকসানার চাচাতো ভাই ঠুটকাটা শফিক তার কাছে টাকা দাবি করে নইলে রোকসানাকে দিয়ে মামলা করবে। পরে টাকা দেয়া হয়।
সম্প্রতি ঘোষপাড়ার আব্দুস সালাম ও ঢাকায় বসবাসরত আজাদের কাছে পৃথকভাবে টাকা দাবি করে রোকসানার সিন্ডিকেট কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় নারী নির্যাতন মামলা করে দেয় রোকসানা, দুইজনকে করা হয় একি মামলার আসামী। মামলা নম্বর ২৪৩, স্বাক্ষী তার চাচাতো ভাই ঠুটকাটা শফিক, যুবদল কমী চাঁনমিয়া। মামলায় সালামের বয়স দেখানো হয়েছে (৪১) অথচ ষাটোর্ধ্ব সালামের ছেলের বয়সই (৩৫) বছর ঢাকাতে চাকরি করে। মিথ্যা মামলার বিষয়ে সালাম ও আজাদ বলেন আমরা ষড়যন্ত্রের শিকার, আমরা সরকারের দৃষ্টি আর্কষণ করছি।
এ বিষয়ে গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, তার বিষয়ে তদন্ত করা হচ্ছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।