বাবুল মিয়া বাবলা, সীতাকুণ্ড প্রতিনিধি :: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাব এর আয়োজনে প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী’র সঞ্চালনায় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান,ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ আলহাজ্ব নাজীম উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্ট এর সভাপতি এম হেদায়েত, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি।
আলোচনা সভায় সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে আরো বক্তব্য রাখেন,খাইরুল ইসলাম, তালুকদার নির্দেশ বড়ুয়া, কৃঞ্চ চন্দ্র দাস, জাহাঙ্গীর আলম, আবুল খায়ের, জাহেদ আনোয়ার চৌধুরী, অশোক দাস, শেখ সাইফুল ইসলাম, ইকবাল হোসেন রুবেল, বাবুল মিয়া বাবলা ।
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের স্মরণে রুহের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল খায়ের।