google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
মিনহাজুর রহমান,(ফার্মগেট,ঢাকা)ঃ
নিরাপদ সবজি চাষ স্বাস্থ্য পুষ্টি বারো মাস স্লোগানে শুরু হলো জাতীয় সবজি মেলা ২০২২। কৃষি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কেআইবি চত্বর ফার্মগেট ঢাকায় ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হলো জাতীয় সবজি মেলা। ২রা মার্চ পর্যন্ত চলবে এই মেলা।
২৮ ফেব্রুয়ারি বিকেলে মেলার শুভ উদ্ভোধন ঘোষণা করেন ড. মো: আব্দুর রাজ্জাক এমপি,মাননীয় মন্ত্রী,কৃষি মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গত ১২ বছরে সবজির উৎপাদন বেড়েছে সাত গুণ, সবজি উৎপাদন করে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। ‘জাতীয় সবজি মেলা ২০২২’-এর উদ্বোধনকালে কৃষিমন্ত্রী এ তথ্য দেন। গতকাল ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে এ মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।
সবজি মেলায় দেশীয় বিভিন্ন রকমের প্রায় ১০০ প্রজাতির সবজির বিক্রয় ও প্রদর্শন করা হয়। মেলা চলাকালীন সময়ে বিনামূল্যের জনসাধারণ মেলায় পরিদর্শন করতে পারবে। ষষ্ঠবারের মতো আয়োজিত হল এই সবজি মেলা। গতবছর করোনার কারণে সবজি মেলার আয়োজন সম্ভব হয়নি। সবজি মেলার প্রতিটি স্টলেই নিরাপদ সবজির গুরুত্ব বোঝানো হচ্ছে। “নিরাপদ সবজি কি”,”নিরাপদ সবজি কেন”, কিভাবে নিরাপদ সবজি উৎপাদন করা যায়”ইত্যাদি বিষয়গুলো মেলার মাধ্যমে তুলে ধরা হচ্ছে।
Comments
comments