google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
রিপোর্টার রমজান আলী রুবেল
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মাঈন উদ্দিন মাস্টার নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় তাকে মাটি কাটার ওই অংশ ভরাট করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদার।দণ্ডিত মাঈন উদ্দিন উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের মফিজ উদ্দিন ছেলে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি ) বিকেলের দিকে এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক উজ্জ্বল কুমার হালদার জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ ছিল একটি চক্রের বিরুদ্ধে।বিভিন্ন সময় অভিযান চালিয়েও হাতেনাতে কাউকে আটক করা,সম্ভব,হয়নি।
সোমবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে মাটি কাটার খবর পেয়ে অভিযান চালানো হয় এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাঈন উদ্দিন নামের একজনকে আটক করা হয়। পরে সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভেকু ও ড্রামট্রাক মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ২,০০,০০০ (দুই লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে মাটি কেটে নেয়া স্থানগুলো ভরাট করার নির্দেশ দেয়া হয়।
তিনি আরও বলেন, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত জমির শ্রেণী পরিবর্তন করা আইনত অপরাধ। জমির উপরিভাগের মাটি কাটলে জমির উর্বরতা ক্ষতিগ্রস্ত হয়
অবৈধভাবে মাটি কাটার বিষয়ে আরও অনেকেরই নাম রয়েছে এ তালিকা অবৈধভাবে যারা মাটি কাটছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নিয়মিত মোবাইল কোর্ট চলবে বলেও জানান তিনি। শ্রীপুর উপজেলা কাওরাইদ ইউনিয়নের বেশ কয়েকটি অঞ্চলে ঘুরে দেখা যায় এই ইউনিয়নের জনপ্রতিনিধি নাম দরি নেত থানার দালাল ফর্ম সহঅবৈধ মাটির ব্যবসার সাথে জড়িত দ্বিতীয় প্রতিবেদনে ।
Comments
comments