গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুর ৬ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মনির হোসেন( ২৩) কে কুপিয়ে জখম করা হয়। ৫ ই মার্চ সকাল ১১ টায় জিতার মোড়ে ঐ ঘটনা ঘটে,পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী মনির বলেন গতকাল বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে কাউন্সিলর আমাকে দেখে নিবে হুমকি প্রদান করে। বিষয়টি আমলে না নিয়ে আমার মত আমি চলাফেরা করি। সকাল ১১ টার দিকে জিতার মোড়ে হাটতে থাকলে কতিপয় অজ্ঞাতনামা একজন বলে উঠলো তোমাকে মারতে আসতেছে।
আমি কিছু বুজার আগেই সোহেল,রাজু খান ও আরিফ সহ ১০/১২ জন আমাকে এলোপাতাড়ি চাকু,খুর দিয়ে কোপাতে থাকে। এরপর আমার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। মনির আরও বলেন আমাকে অনেকবার তাদের গ্রুপে নেওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়,আমাকে প্রাণে মারার জন্য আজ যা করলো,পরিবার ও আমি শংকামুক্ত নয়।
মনির হোসেন ৬ নং ওয়ার্ড শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি হিসেবে একালায় ব্যাপক পরিচিতি। মনিরের আম্মা বলেন,আমার ছেলের এই অবস্থার জন্য বিচার চাই,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কাছে এই আবেদন।
বিষয়টি নিয়ে মামলা হবে কিনা জানতে চাইলে মনির বলেন,আগে চিকিৎসার জন্য আসছি,পরে পরিবারের সাথে আলোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নিবো।
এই ব্যাপারে ৫ নং ছাত্রলীগের সভাপতি মামুন হোসেন বলেন,আমরা একসাথে ছাত্রলীগ করি,আজ মনিরের এই অবস্থা, কাল আমারও হতে পারে,তাই এর সঠিক বিচার দাবি করছি।
কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি সায়মন সরকার বলেন,বিষয়টি শুনে তাৎক্ষণিক ছুটে আসি,মনির ও তার পরিবারকে সান্তনা দেওয়ার জন্য পাশে দাড়িয়েছি। সে দীর্ঘদিন যাবত ছাত্র রাজনীতির সাথে জড়িত,দোষীদের প্রশাসনের কাছে শাস্তির দাবি করছি।