মো. সোহেল মিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে দিন ব্যপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ৭ই মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
এ কর্মসূচীতে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ, শ্রমিকলীগ, গাছা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা কর্মীরা এতে অংশ নেন।
এ দিকে দিবসটি উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল সাবেক গাছা ইউপি চত্ত¦রে প্রায় ২শতাধিক দুস্থ ও পথশিশুদের মাঝে নতুন পোশাক এবং খাবার বিতরণ করেন।