google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
রেজওয়ানুল ইসলাম বাপ্পি, ঝিনাইদহ।
ঝিনাইদহ বারবাজার হাইওয়ে থানা পুলিশ একটি চোরাই গরু, বহন করা পিকআপ ভ্যান সহ তিন চোরকে আটক করেছে।
এব্যাপারে বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)মেজবাহ উদ্দীন জানান,গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে ৬ মার্চ রবিবার সকাল ৮টার দিকে একটি পিকআপ করে চোরেরা গরু চুরি করে নিয়ে যাচ্ছে। তার ভিত্তিতে বারবাজার ফুলবাড়ী (ঝিনাইদহ -যশোর মহাসড়ক) নামক স্থানে চেকপোস্ট বসিয়ে একটি চোরাই গাভী গরু ও একটি পিকআপ- ঢাকা মেট্রো-ন- ১৩-৫৮৫৭, সহ তিন চোরকে আটক করা হয়েছে।
আটককৃত হলেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে আল-আমিন শেখ(২৫), খুলনা তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের আসমত গাজীর ছেলে রাব্বী গাজী(২০)ও একই গ্রামের আব্দুল গফুর এর ছেলে রাবিব হোসেন(২১)।
তিনি আরো জানান , উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের তিন চোর ও তাদের কাছ থেকে উদ্ধার করা ১টি গাভী গরু ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ও পিকআপ বারবাজার হাইওয়ে থানায় আছে। এছাড়া ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে সড়কে বিভিন্ন প্রকারের অবৈধ যানচলাচল কমতে শুরু করেছে। ফলে ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনা অনেকটা কমে গেছে। সেই সাথে ঝিনাইদহে রোড়ে চুরি ছিনতাইয়ের ঘটনাও অনেকটা কমে গেছে বলে সাধারণ মানুষ মত প্রকাশ করেন গণমাধ্যমকর্মীদের কাছে।
Comments
comments