google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উদাসীনতা ও ব্যর্থতার কারনেই বাজারে দ্রব্যমুল্যের উর্ধগতি। কোন কোন মন্ত্রী বলছেন দ্রব্যমুল্যের উর্ধগতির জন্য বিএনপি দায়ি। তাহলে ক্ষমতা ছেড়ে দিন বিএনপি ঠিকই নিয়ন্ত্রন করবে। এসব কথা বলে জনগনের সাথে তামাশা করছেন।
তিনি আজ রোববার সকালে নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিয় শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। এসময় জেলা বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কোন কথা বললেই রাজনৈতিকসহ সাধারণ মানুষের বিরুদ্ধে আইসিটি মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। আজ সাধারন মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে। অবৈধ সরকার রাস্ট্র পরিচালনা করলে গণতন্ত্র থাকেনা। তারা কখনো সাধারণ মানুষের কথা চিন্তা করেন না।
তিনি আরো বলেন এ সরকার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে তেমন কোন বার্তা বহণ করে নি। এ সরকার সব বিষয়েই পররাস্ট্র নিতিজানু অবলম্বন করছে। এছাড়া পাচ বছর ধরে রহিঙ্গারা দেশে অবস্থান করলেও কার্যত কোন পদক্ষেপ নিতে পারেনি।
এর আগে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আখতার হোসেন রাজা চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যাওয়ার খবর শুনতে পেরে শোক প্রকাশ করেন।
Comments
comments