রনি আকন্দ, কলাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় পবিত্র রমজান উপলক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে ৯হাজার ৭শত ৮৩টি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারী পরিবার পাচ্ছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যসামগ্রী।
শনিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এই তথ্য জানান।
আগামীকাল ২০ মার্চ থেকে টিসিবি পণ্য উপজেলার একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নে টিসিবির নির্ধারিত দুই জন ডিলারের মাধ্যমে এ পণ্য বিতরণ করা হবে। রোজার আগে ও রোজার মধ্যে দুই ধাপে এ পণ্য বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে পণ্য পাবেন ২০ মার্চ থেকে ০২ এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ে পণ্য দেয়া হবে ০৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ।
টিসিবির পণ্যের মধ্যে রয়েছে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা। ১১০ টাকা লিটারে দুই লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজিতে দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজিতে দুই কেজি মসুর ডাল ও ৫০ টাকা কেজিতে দুই কেজি ছোলা বিক্রি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা না আসলে ট্যাগ অফিসারের প্রত্যায়নপত্র নিয়ে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করে দিয়ে আসতে পারবে ডিলাররা।
এ সময় উপজেলার কর্মরত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।