বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ একরাম উল্লা। উল্লেখ্য, গত ১৯ মার্চ (শনিবার) ভোরে বঙ্গোপসাগরের পতেঙ্গায় বালুবাহী ড্রেজারের ধাক্কায় ডুবে যাওয়া লাইটার জাহাজের নিখোঁজ ৪জনের মধ্যে মোঃ হানিফ শেখ নামে একজনের মৃতদেহ সোমবার ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকুল থেকে উদ্ধার করা হয়। একই জায়গা থেকে মঙ্গলবার সকালে সাগরে ভেসে আসা আরেকটি লাশ উদ্ধার করা হয়।
দুইটি লাশই উদ্ধার কাজে সহায়তা করেন গাউছিয়া কমিটি ভাটিয়ারী শাখার মানবিক টিম। এসময় উপস্থিত ছিলেন টিম লিডার সাংবাদিক মামুনুর রশিদ, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ নূরউদ্দিন, মুহাম্মদ তসলিম, জিকু, সাইফুল, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ মাসুদ প্রমূখ।